আজ মিরপুর স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার দিনের প্রথম বিপিএল ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ১টায়, যেখানে টস হওয়ার সময় নির্ধারিত ছিল সাড়ে ১২টায়। কিন্তু খেলা না হওয়ায় বিপিএল দেখতে আসা দর্শকরা হতাশার মুখে পড়েছেন।
নোয়াখালী এক্সপ্রেস নবাগত হওয়ায় ঢাকায় বসবাসরত নোয়াখালীবাসী দর্শকরা খেলা দেখার জন্য বেশি উপস্থিত ছিলেন। কিন্তু ক্রিকেটারদের সংগঠন কোয়াব বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে সব ধরনের খেলা বর্জনের ঘোষণা দেওয়ায় দর্শকরা খেলার স্থগিত হওয়ার বিষয়ে অনিশ্চয়তার মুখে পড়েন।
মিরপুর স্টেডিয়ামে দর্শকরা মূলত ৪ ও ৫ নম্বর গেট ব্যবহার করলেও, পরে গেট বন্ধ হয়ে যাওয়ায় অনেক দর্শক মাঠে প্রবেশ করতে পারেননি। মূল ফটকের দিকে তারা ভিড় জমান এবং টিকিটের প্রতিকার জানতে চেয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে ভাঙচুরের চেষ্টা ব্যর্থ হয়।
মাঠের ভিতরে জায়ান্ট স্ক্রিনে খেলা বিলম্বিত হওয়ার খবর দেখানো হলেও, বাইরে থাকা দর্শকেরা এই তথ্য পাননি।
এরপর বনানীতে কোয়াবের সংবাদ সম্মেলনে ঘোষণা আসে, নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলোয়াড়রা মাঠে ফিরবেন না। এই সংবাদে দর্শকদের ক্ষোভ আরও বৃদ্ধি পায়।
বিসিবি পরে জানায়, এম নাজমুল ইসলাম অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন, তবে পরিচালক পদে বহাল আছেন। খেলা স্থগিত থাকার কারণে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের দ্বিতীয় ম্যাচও অনিশ্চিত হয়ে পড়েছে।

