বিসিবি পরিচালকের মন্তব্য সমস্ত ক্রিকেটারদের অপমান করার শামিল: ক্রীড়া উপদেষ্টা

0
বিসিবি পরিচালকের মন্তব্য সমস্ত ক্রিকেটারদের অপমান করার শামিল: ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় এবার মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিবির মতো একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকে ক্রিকেটারদের নিয়ে এমন তির্যক মন্তব্য করাকে ‘দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বহীন’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, বিসিবির একটি দায়িত্বশীল পদে থেকে পুরো ক্রিকেটকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এখন একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে থাকছি, সেখানে এমন মন্তব্য সমস্ত ক্রিকেটারদের অপমান করার শামিল।

তিনি আরও যোগ করেন, একজন মোস্তাফিজুর রহমানকে (আইপিএল থেকে বাদ দিয়ে) অপমান করা হয়েছে বলে যেখানে পুরো বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে, সেখানে বিসিবির ভেতর থেকেই পুরো ক্রিকেটব্যবস্থাকে ছোট করে দেখা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।

উপদেষ্টা আশা প্রকাশ করেন, বিসিবি তাদের এই অভ্যন্তরীণ সংকটে দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে।

বিপিএল স্থগিত এবং ক্রিকেটারদের বয়কট কর্মসূচির ফলে আগামী বিশ্বকাপের প্রস্তুতি ব্যাহত হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছে, তা নিয়ে আশার বাণী শুনিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ খেলতে চাই এবং শ্রীলঙ্কায় খেলতে চাই। পরিস্থিতি যাই হোক, আমি মনে করি, বিশ্বকাপে অংশগ্রহণ করা কোনোভাবেই অসম্ভব নয়।

বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here