বাঞ্ছারামপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

0
বাঞ্ছারামপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল এই অভিযান পরিচালনা করে। 

অভিযানে উপজেলার উজানচর ইউনিয়নের আরবিএসজেড সিএনজি পাম্পের সামনে পাকা রাস্তা থেকে ওই মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা আব্দুল লতিফ (২৫) বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here