পঞ্চগড়ে শুরু হতে যাচ্ছে ইউথ পার্লামেন্ট

0
পঞ্চগড়ে শুরু হতে যাচ্ছে ইউথ পার্লামেন্ট

পঞ্চগড়ের ইতিহাসে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউথ পার্লামেন্ট পঞ্চগড়-১। তারুণ্যনির্ভর সংসদীয় অনুশীলনমূলক প্ল্যাটফর্ম, যেখানে পঞ্চগড় জেলার যুবক ও তরুণরা নীতিনির্ধারণ ও নেতৃত্ব চর্চার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। 

শুক্রবার সকালে পঞ্চগড়ের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটে শুরু হবে এই পার্লামেন্ট। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ইউথ পার্লামেন্ট পঞ্চগড়’র সদস্যরা।

প্রেস ব্রিফিংয়ে পঞ্চগড় ইউথ পার্লামেন্টের সদস্য ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি আহনাফ শাহরিয়ার সোহাগ বলেন, পঞ্চগড়ের তরুণ সমাজের মধ্যে পলিসি মেকিং, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা, এবং প্রস্তাব ও বিল উত্থাপন ও আলোচনার চর্চা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হল পঞ্চগড়ের তরুণ সমাজের মধ্যে পলিসি মেকিং, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা, এবং প্রস্তাব ও বিল উত্থাপন ও আলোচনার চর্চা গড়ে তোলা। এছাড়া ভবিষ্যতে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি ও নেতা হিসেবে গড়ে ওঠার জন্য তরুণদের মধ্যে বুদ্ধিবৃত্তিক, যুক্তিবাদী ও বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রণয়নের ব্যবহারিক দক্ষতা তৈরি করা। 

তিনি আরও বলেন, ‘ইউথ পার্লামেন্টে প্রতিটি ওয়ার্ড প্রতিনিধি কর্তৃক পঞ্চগড় জেলার নিজ নিজ ওয়ার্ডের বাস্তব সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাবনা চিহ্নিত করে সমাধানমূলক পরিকল্পনা গ্রহণ, যা পরবর্তীতে জেলার সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের নিকট সুপারিশ আকারে প্রেরণ করা হবে। ইউথ পার্লামেন্টে পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার এবং পঞ্চগড় পৌরসভার সকল ওয়ার্ড থেকে তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করবে। এটি পঞ্চগড়ের তরুণ সমাজকে দায়িত্বশীল নাগরিক, ভবিষ্যৎ নীতিনির্ধারক ও নেতৃত্বে পরিণত করার একটি প্রশিক্ষণভিত্তিক উদ্যোগ।’

এই আয়োজনটির পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় রয়েছে পঞ্চগড় পাইওনিয়ারস। নলেজ পার্টনার হিসেবে থাকছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ভলান্টিয়ার পার্টনার হিসেবে থাকছে ক্রিয়েটিভ সাইন্স অলিম্পিয়াড বাংলাদেশ।

প্রেস ব্রিফিং’এ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শাকিল হাসান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী লতিফা ইয়াসমিন শান্তু ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)’র ক্রিয়েটিভ অলিম্পিয়াডের নির্বাহী প্রধান তন্ময় ইসলাম উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here