ভেনেজুয়েলা থেকে প্রায় ৫০ কোটি ডলারের তেল বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে করা ২০০ কোটি ডলারের চুক্তির অংশ হিসেবে প্রথম দফায় এই তেল বিক্রি করা হয়।
বুধবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, আগামী দিনগুলো ও সপ্তাহে আরও তেল বিক্রি হবে।
প্রাথমিক এই বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ মার্কিন সরকারের নিয়ন্ত্রণাধীন ব্যাংক অ্যাকাউন্টে রাখা হচ্ছে বলে জানিয়েছেন একজন প্রশাসনিক কর্মকর্তা। শুক্রবার একটি আদেশ জারি করা হয়। তাতে এই অর্থ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এই অর্থের মূল অ্যাকাউন্ট কাতারে রয়েছে বলে জানিয়েছে একটি শিল্প বিষয়ক সূত্র। কাতারকে এখানে নিরপেক্ষ স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে। যাতে অর্থ যুক্তরাষ্ট্রের অনুমোদনে নিরাপদভাবে স্থানান্তরিত হতে পারে এবং কোনও জব্দের ঝুঁকি নেই। প্রথম দফার তেল বিক্রি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে প্রতিবেদন থেকে জানা গেছে। এই চুক্তি ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে নতুন মাইলফলকে নিয়ে যাচ্ছে।
মার্কিন কর্মকর্তা আরও জানান, এই বিক্রি থেকে প্রাপ্ত অর্থ এখনও মার্কিন সরকারের নিয়ন্ত্রণে থাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং তা দেশের আর্থিক নিরাপত্তা ও তেলের ট্রানজেকশনের নিয়ম অনুযায়ী ব্যবহৃত হবে। সূত্র: রয়টার্স

