বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ না হলে মাঠে না নামার সিদ্ধান্তে অনড় দেশের ক্রিকেটাররা। বৃহস্পতিবার বনানীতে আয়োজিত কোয়াবের সংবাদ সম্মেলনে পাঁচটি গুরুতর কারণ তুলে ধরে এ সিদ্ধান্তের কথা জানান তারা।
তারা জানিয়েছে, বিসিবি থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামের অপসারণের লিখিত নিশ্চয়তা না পেলে খেলা বন্ধের দায় ক্রিকেটারদের হবে না।
সংবাদ সম্মেলনে পাঁচটি কারণ তুলে ধরা হয়েছে। সেগুলো হলো- ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির অবস্থান, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবি ও নারী ক্রিকেটে সুযোগ-সুবিধার বিষয়টি সামনে আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।’
এরআগে ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত মাঠে না ফেরার দাবিতে অনড় অবস্থানে রয়েছেন ক্রিকেটাররা। এতে অনিশ্চয়তায় পড়েছে বিপিএলের ঢাকা পর্ব।
মিরপুরে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচ খেলতে এখনো মাঠে আসেনি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা।
সিলেট পর্ব শেষে দুই দিন বিরতির পর আজ ঢাকায় শুরু হওয়ার কথা বিপিএল। মিরপুরে দুপুর ১টায় মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নাজমুল ইস্যুতে বিপিএলের ঢাকা পর্বের শুরু এখন অনিশ্চয়তায় পড়েছে।
এদিকে, আজ আপত্তিকর মন্তব্যের কারণে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিসিবি। তাকে কারণ দর্শানোর জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। তার ব্যাখ্যা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। পাশাপাশি বিপিএলের চূড়ান্ত পর্ব নির্বিঘ্নে শেষ করতে ক্রিকেটারদের সহায়তা চাওয়া হয়।

