খালেদা জিয়া সার্বভৌমত্বে বিন্দুমাত্র ছাড় দেননি: আনিসুর রহমান খোকন

0
খালেদা জিয়া সার্বভৌমত্বে বিন্দুমাত্র ছাড় দেননি: আনিসুর রহমান খোকন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিন্দুমাত্র ছাড় দেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, কারাগারে গুরুত্বর অসুস্থ থাকার পরও তিনি জনগণের কথা চিন্তা করে বিদেশে যাওয়ার কথা ভাবেননি। দেশের প্রতি এই ভালোবাসার প্রতিদান হিসেবে মানুষ তাকে ভালোবাসা দিয়ে স্মরণ করছে। জিয়া পরিবার আজীবন দেশের মানুষের জন্য বহু ত্যাগ স্বীকার করেছে।

আগামীতে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান আনিসুর রহমান খোকন তালুকদার। আজাদ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজ আলম ঢালী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here