‘ভুল বললে মুস্তাফিজ ঠিক করিস’ বলেই হাসির রোল, যা উত্তর দিলেন ফিজ

0
'ভুল বললে মুস্তাফিজ ঠিক করিস' বলেই হাসির রোল, যা উত্তর দিলেন ফিজ

বাংলাদেশ ক্রিকেটে যখন বিসিবির এক পরিচালকের মন্তব্য ঘিরে তীব্র অস্থিরতা, তখনই এক সংবাদ সম্মেলনে হালকা মুহূর্ত তৈরি করলেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও পেসার মুস্তাফিজুর রহমান। দাবি আদায় নিয়ে বক্তব্য দেওয়ার সময় মিঠুন মুস্তাফিজের দিকে তাকিয়ে বলেন, ভুল বললে মুস্তাফিজ ঠিক করিস। জবাবে মুস্তাফিজ বলেন, ঠিক আছে। এতে সংবাদ সম্মেলন কক্ষে মুহূর্তেই হাসির রোল পড়ে যায়।

হাসির সেই মুহূর্তের আড়ালেই অবশ্য কঠোর অবস্থান জানিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটাররা। দাবি মানা না হলে তারা মাঠে নামবেন না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব।

ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, তারা খেলার বিপক্ষে নন, তবে অপমান সহ্য করে খেলাও সম্ভব নয়। তাঁর ভাষায়, অসহায় হয়ে তারা এই অবস্থান নিতে বাধ্য হয়েছেন। সবকিছুরই একটা সীমা আছে, আর সেই সীমা বহু আগেই অতিক্রম করা হয়েছে।

মিঠুনের অভিযোগ, বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম ধারাবাহিক মন্তব্যের মাধ্যমে পুরো ক্রিকেট অঙ্গনকে অপমান করেছেন। শুধু খেলোয়াড় নয়, ক্রিকেটের প্রতিটি সেক্টরকেই ছোট করা হয়েছে। তিনি বলেন, আইসিসি ট্রফি জেতার সময় থেকে শুরু করে বিশ্বকাপে খেলার মূল্য নিয়েও অবজ্ঞা করা হয়েছে।

এই অবস্থানে সমর্থন জানিয়ে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেন, সবাই খেলার জন্য প্রস্তুত, কিন্তু দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত মাঠে নামা সম্ভব নয়। যদিও এখনো বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ক্রিকেটারদের সরাসরি কোনো আলোচনা হয়নি।

এদিকে আয়ের উৎস ও ক্রিকেটারদের ভূমিকা নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কোয়াবের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্রিকেটারদের বেতন সরকারের টাকা নয়। এই আয় আসে স্পন্সর ও আইসিসি থেকে।

মিরাজ বলেন, মাঠে খেলেই ক্রিকেটাররা বিসিবিকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন। খেলা না হলে স্পন্সর আসবে না, আইসিসি থেকেও লভ্যাংশ পাওয়া যাবে না। আজ বোর্ডের যে আর্থিক শক্তি, তার পেছনে প্রতিটি ক্রিকেটারের অবদান আছে।

তিনি আরও বলেন, মাঠে বা গ্যালারিতে অনেক সময় শোনা যায় আমাদের টাকায় তোমরা চলছো। বাস্তবতা তা নয়। ক্রিকেটাররা নিজেদের উপার্জন থেকে নিয়মিত কর দেন, যা দেশের বড় অঙ্কের রাজস্বে পরিণত হয়।

পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখতেও নারাজ মিরাজ। তাঁর মতে, দায়িত্বশীল পদে থেকে দেওয়া এমন বক্তব্য পুরো ক্রীড়াঙ্গনের সম্মান ক্ষুণ্ন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here