অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড চোটের কারণে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেও আগামি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে পুরোপুরি প্রস্তুত দেখতে পাচ্ছেন তিনি। ভারত ও শ্রীলঙ্কায় আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে, যা হ্যাজলউডের জন্য প্রস্তুতির জন্য আরও কিছু সময় দিয়েছে।
হ্যামস্ট্রিং চোটের কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে খেলার বাইরে থাকেন হ্যাজলউড। পুনর্বাসনের সময় নতুন করে অ্যাকিলিস চোটের সঙ্গে মোকাবিলা করতে হয় তাকে। ফলে বিগ ব্যাশের শেষ পর্ব বা জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামা সম্ভব হয়নি।
তবে ইএসপিএনক্রিকইনফোকে সাক্ষাৎকারে হ্যাজলউড জানিয়েছেন, তার পুনর্বাসন ও প্রস্তুতি পরিকল্পনা যথাযথভাবে চলছে। তিনি বলেন,’সবকিছু পরিকল্পনামাফিক চলছে। টেস্ট সিরিজ থেকে বাদ পড়ার পর আমরা আরও কিছু সপ্তাহ সময় নিয়েছি। গত সপ্তাহে আধা-রান আপ থেকে বোলিং করেছি। দৌড়ানো, শক্তি বাড়ানোর অনুশীলন, সবই ভালো যাচ্ছে। আমি ঠিক পথেই আছি।’
৩৫ বছর বয়সী হ্যাজলউড সাম্প্রতিক বছরগুলোতে চোটের কারণে নিয়মিত সমস্যায় পড়েছেন। ২০২০-২১ মৌসুমে ভারতের বিপক্ষে ৪টি টেস্ট খেলার পর থেকে কেবল একবারই তিনি পুরো গ্রীষ্ম মৌসুম চোট ছাড়া কাটাতে পেরেছেন।
মেডিকেল টিমের সঙ্গে কাজ করে হ্যাজলউড চোটের কারণ খুঁজছেন। তিনি হ্যামস্ট্রিং চোটকে ‘দুর্ভাগ্য’ মনে করছেন, তবে অ্যাকিলিস সমস্যাকে দীর্ঘদিনের ঝামেলার ফল বলে উল্লেখ করেছেন। ভবিষ্যতে লাল বলের প্রস্তুতিতে বোলিং ওয়ার্কলোড পরিবর্তনের পরিকল্পনাও করছেন তিনি।

