ইরানে কর্তৃপক্ষের জারি করা দেশব্যাপী ইন্টারনেট বন্ধের টানা ১৩২ ঘণ্টারও বেশি সময় পার করছে। বুধবার এক পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
খবরে বলা হয়, অধিকারকর্মীরা আশঙ্কা করছেন, বিক্ষোভ দমনে চালানো অভিযানের প্রকৃত চিত্র আড়াল করতেই এই ইন্টারনেট শাটডাউন করা হয়েছে।
ইন্টারনেট পর্যবেক্ষণ কেন্দ্র নেটব্লকস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘পরিমাপক তথ্য বলছে, নতুন একটি দিনে জেগে উঠলেও ইরান এখনো অনলাইনের বাইরে। দেশজুড়ে বিরাজ করছে ডিজিটাল অন্ধকার।’

