সৌদিতে চালু হলো বিশ্বের দ্রুততম রোলার কোস্টার

0
সৌদিতে চালু হলো বিশ্বের দ্রুততম রোলার কোস্টার

সৌদি আরবের কিদিয়া সিটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের অন্যতম রোমাঞ্চকর থিম পার্ক সিক্স ফ্ল্যাগস। ভিশন ২০৩০ প্রকল্পের আওতায় নির্মিত এই পার্কটিতে থাকছে বিশ্বের দ্রুততম রোলার কোস্টার ‘ফ্যালকনস ফ্লাইট’।

এই রোলার কোস্টার প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিবেগে ছুটে চলে নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি করেছে। ১৯৫ মিটার উচ্চতা এবং ৪ কিলোমিটার দীর্ঘ এই রাইডটি এখন রোমাঞ্চপ্রিয় পর্যটকদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

রিয়াদ থেকে মাত্র ৪৫ মিনিটের দূরত্বে অবস্থিত এই বিশালাকার পার্কে ফ্যালকনস ফ্লাইট ছাড়াও আরও চারটি বিশ্বরেকর্ডধারী রাইড রয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বের সর্বোচ্চ ফ্রি-স্ট্যান্ডিং ড্রপ টাওয়ার ‘সিরোকো টাওয়ার’ এবং সর্বোচ্চ পেন্ডুলাম রাইড ‘জাইরোস্পিন’। প্রায় ৩ লাখ ২০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কে ৬টি থিমযুক্ত অঞ্চল এবং ২৮টি ভিন্ন ভিন্ন রাইড রয়েছে যা দর্শকদের এক অভূতপূর্ব অভিজ্ঞতা প্রদান করবে।

পার্কটি পরিদর্শনের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৩২৫ সৌদি রিয়াল এবং শিশুদের জন্য ২৭৫ রিয়াল। তবে চার বছরের কম বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। 

সূত্র: গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here