হামলার আশঙ্কায় বিমানঘাঁটির নিরাপত্তা বাড়াল যুক্তরাষ্ট্র

0
হামলার আশঙ্কায় বিমানঘাঁটির নিরাপত্তা বাড়াল যুক্তরাষ্ট্র

সরকারবিরোধী আন্দোলনে সহিংসতার মুখে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টির হুঁশিয়ারি মধ্যেই মধ্যেপ্রাচ্যের দেশ কাতারে সর্ববৃহৎ মার্কিন বিমানঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এছাড়া উত্তেজনার মধ্যে হামলার আশঙ্কায় রাজধানী দোহার কাছে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নেওয়া হচ্ছে।

বিশ্লেষকরা মনে করেন, সামরিক অভিযানে ক্ষয়ক্ষতি এড়াতে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুযারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তিনজন কূটনীতিকের বরাত দিয়ে সন্ধ্যার মধ্যে কিছু সেনাকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। তবে দোহার পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত কিরে কিছু জানায়নি।

সন্ধ্যায় কাতারের আন্তর্জাতিক মিডিয়া অফিস জানিয়েছে, প্রতিনিয়ত আঞ্চলিক উত্তেজনার কারণে নাগরিক নিরাপত্তা এবং বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনা রক্ষার জন্য বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু সেনা কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এ বিষয়ে আর কোনে নির্দেশনা পেলে আন্তর্জাতিক মিডিয়া অফিসের বরাত দিয়ে জানানো হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, আল উদেইদ হল মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। গত বছরের জুনে ইরান এই মার্কিট ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here