আইপিএলের ব্যাপক জনপ্রিয়তার পর বিশ্ব ক্রিকেটে বেড়েছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। মাঠে চার-ছক্কার তাণ্ডব ব্যাটিং দেখতে চায় দর্শকরা। তাই দিন দিন পিএসএল, বিগ ব্যাশ, দ্য হান্ড্রেডের আদলে নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি লিগের যাত্রা প্রতিনিয়ত বাড়ছে।
এবার সেই হাওয়া লাগতে যাচ্ছে ক্রিকেটে এখনও সেভাবে স্থায়ী আসন গাড়তে না পারা ইউরোপেও। বেলজিয়ামে ৬ দলের অংশগ্রহণে আয়োজন করা হবে ইউরোপীয় টি-টোয়েন্টি লিগ (ইইউ টি২০)। ইতোমধ্যে টুর্নামেন্টে চুক্তি স্বাক্ষর করেছেন দক্ষিণ আফ্রিকার রসি ভ্যান ডার ডুসেন এবং শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। পাশাপাশি ইইউ টি২০ লিগের শুভেচ্ছা দূত করা হয়েছে ইংল্যান্ডের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে।
আগামী ৩০ মে থেকে ৭ জুন বেলজিয়ামের ব্রাসেলসে হতে পারে ইইউ টি২০ লিগ। ডেস্টিনো লেজেন্ডস স্পোর্টস এলএলসির সঙ্গে যৌথভাবে ইউরোপীয় টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট বেলজিয়াম। লিগটির মান উন্নত রাখতে পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটার এবং টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিজ্ঞদের প্রাধান্য দেয়া হবে।
গত বছরের ২৬ ডিসেম্বর থেকে নাম নিবন্ধন শুরু হয় ইউরোপীয় লিগটিতে। আয়োজকরা জানান, ৪৮ ঘণ্টায় ২০০ এর অধিক আন্তর্জাতিক ক্রিকেটার তাদের নাম জমা দিয়েছেন। লিগটিতে বেলজিয়ামের বিভিন্ন শহরের নামে হবে দলগুলো– অ্যান্টওয়ার্প, ব্রুজেস, লভেন, লিয়েজ, ঘেন্ট ও ব্রাসেলস। তবে ম্যাচগুলো এক শহরে নাকি ভিন্ন ৬ ভেন্যুতে হবে তা এখনও নিশ্চিত নয়।
সম্ভাব্য ড্রাফটের জন্য সাতটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভাগ করা হবে। যেখানে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতার আলোকে পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। এর মধ্যে সর্বোচ্চ মানে থাকবে ‘আইকন’ ক্যাটাগরি। এরপর ‘প্লাটিনাম’ ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’ এবং বেলজিয়ামের ক্রিকেটারদের নিয়ে বাকি ক্যাটাগরিগুলো সাজানো হবে।

