চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় পিকআপ-অটোরিকশায় সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
মঙ্গলবার রাতের এই দুর্ঘটনার বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ।
নিহত যুবক শাহজালাল হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, রাতে অটোরিকশায় করে শাহজালালসহ কয়েকজন যাত্রী চাঁদপুর শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিলেন। ওয়ারলেছ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে যাত্রীরা গুরুতর আহত হন।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে মমিন নামে এক যাত্রী সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহজালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, পিকআপ ও অটোরিকশা জব্দ করে পুলিশ লাইন্সে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা হয়নি। আইনি ব্যবস্থা শেষে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হবে।

