কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহতের ছেলে নাজমুল ইসলাম।
বুধবার দুপুরে জেলা সদরের তারামনবিবি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গাবেরতল এলাকায় বলে জানা গেছে।
জানা গেছে, জেলা শহরের তারামনবিবি মোড় এলাকায় নাগেশ্বরী থেকে কুড়িগ্রামের দিকে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম মারা যান। তাঁর ছেলে নাজমুল ইসলাম গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনার পর ট্রাক চালক পলাতক হয়ে গেলে এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করেন এবং ট্রাকটি ভাঙচুর করা হয়। এর ফলে প্রায় দুই ঘণ্টা কুড়িগ্রাম–নাগেশ্বরী সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুপুরের পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

