নতুন সূচকে অন-অ্যারাইভাল ভিসায় যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

0
নতুন সূচকে অন-অ্যারাইভাল ভিসায় যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়াই/অন-অ্যারাইভাল বিশ্বের ৩৭টি দেশে ভ্রমণ করতে পারেন।

২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। নতুন সূচকে সেই অবস্থান পাঁচ ধাপ উন্নত হয়েছে।

লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএর তথ্যের ভিত্তিতে প্রতি বছর এই পাসপোর্ট সূচক প্রকাশ করে।

নতুন সূচক অনুযায়ী বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়াই যেসব দেশে ভ্রমণ করতে পারেন, সেগুলো হলো বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, দ্য বাহামাস, দ্য গাম্বিয়া, তিমুর লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু, ভানুয়াতু।

তবে এসব দেশের মধ্যে কিছু দেশে অন অ্যারাইভাল অর্থাৎ বিমানবন্দরে পৌঁছে ভিসা নেওয়ার সুবিধা রয়েছে এবং কয়েকটি দেশের ক্ষেত্রে আগেই ই-ভিসা নিতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here