ঢাকায় বিশ্বকাপের ট্রফি, দেখতে মানতে হবে যেসব নির্দেশনা

0
ঢাকায় বিশ্বকাপের ট্রফি, দেখতে মানতে হবে যেসব নির্দেশনা

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকাল ১০টায় অবতরণ করেছে ফিফা বিশ্বকাপ ট্রফি, যা ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত সোনালি স্মারক। ১৮ ক্যারেট সোনায় মোড়ানো এবং ৫ কেজি ওজনের এই ট্রফি ঢাকার আকাশে যেন ফুটবলের রাজকীয় আভা ছড়িয়ে দিয়েছে।

বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশে উপস্থিত আছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি রাজধানীর পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লু-তে নিয়ে যাওয়া হয়েছে। এটি বাংলাদেশে ফিফা ট্রফির চতুর্থ সফর।  এর আগে ২০০২, ২০১৩ এবং ২০২২ সালে ট্রফি দেশে এসেছে।

ভক্তদের জন্য প্রদর্শনী ও নির্দেশনা

ট্রফি প্রদর্শনী দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। তবে নিরাপত্তার কারণে সকলের জন্য উন্মুক্ত নয়। কোকা-কোলার বিশেষ ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরাই এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হওয়ার সুযোগ পাবেন।

প্রধান নির্দেশনাগুলো

প্রবেশাধিকার: বৈধ টিকিট (প্রিন্ট বা সফট কপি) এবং কোকা-কোলার নির্দিষ্ট ক্যাপ সঙ্গে থাকা বাধ্যতামূলক।

স্পর্শ নিষেধ: ফিফার নিয়ম অনুযায়ী, ট্রফিটি শুধু বিশ্বজয়ী ফুটবলার বা রাষ্ট্রপ্রধান স্পর্শ করতে পারবেন। ভক্তরা কেবল নির্দিষ্ট দূরত্ব থেকে ছবি তুলতে পারবেন।

ট্রফির অবস্থান সংক্ষিপ্ত; মাত্র ৮ ঘণ্টা থাকছে। সন্ধ্যা ৬টায় ট্রফি ঢাকা ছাড়বে এবং পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here