ম্যান ইউনাইটেডের স্থায়ী কোচের শর্টলিস্টে এনরিকে ও আনচেলত্তিসহ চার হেভিওয়েট

0
ম্যান ইউনাইটেডের স্থায়ী কোচের শর্টলিস্টে এনরিকে ও আনচেলত্তিসহ চার হেভিওয়েট

মাইকেল ক্যারিককে অন্তবর্তীকালীন ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ কোচের সহকারী করা হয়েছে স্টিভ হলান্ডকে। জোনাথন উডগেট, জনি ইভান্স ও ট্রাভিস বিনিয়নও ক্যারিকের কোচিং স্টাফের অংশ হবেন।

ক্যারিক কত দিন ওল্ড ট্রাফোর্ডে থাকবেন, এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি ইউনাইটেড ম্যানেজম্যান্ট। ক্লাবের পক্ষ থেকে শুধুই তাঁর অন্তবর্তীকালীন চুক্তির বিষয়টি সামনে আনা হয়েছে। 

ক্যারিক যোগ দেওয়ার পর থেকেই পূর্ণকালীন কোচ নিয়োগে মনোযোগী ইংল্যান্ডর ঐতিহ্যবাহী ক্লাব। রুবেন আমোরিমের উত্তরসূরি হিসেবে ম্যান ইউনাইটেডের চার কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক জনপ্রিয় ট্যাবলয়েড—দ্য মিরর। 

মিররে উল্লেখিত জায়ান্ট চার কোচ হলেন—লুইস এনরিকে, মরিও পচেত্তিনো, কার্লো আনচেলত্তি ও টমাস টুখেল। 

তালিকায় সবার ওপরের নামটি প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) কোচ। ২০২৪-২৫ মৌসুমে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজিকে চ্যাম্পিয়নস লিগসহ ঘরোয়া সব প্রতিযোগীতা জেতানো কোচকে যেকোনো মূল্যে চায় রেড ডেভিলসরা।

‘লুইস এনরিক ক্লাব ছাড়তে যাচ্ছেন’—এমন জল্পনাকে যদিও ‘১০০ শতাংশ ভুয়া খবর’ বলে স্পষ্টভাবে নাকচ করেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোস। বরং এনরিকের কাজে সন্তুষ্ট হয়ে ক্লাবটির কাতারি মালিকপক্ষ তাঁকে দীর্ঘমেয়াদি, এমনকি আজীবন চুক্তিতে বেঁধে রাখার পরিকল্পনা করছে বলে জানা গেছে। সেক্ষেত্রে মিররের প্রতিবেদন নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।

কার্লো আনচেলত্তিকে নিয়েও কথা হচ্ছে বেশ। যদিও এ বিষয়টিও উড়ো কথার মতোই। কারণ ব্রাজিলের হেক্সা মিশনে দায়িত্ব আনচেলত্তির ওপর। তাঁর ওপর সন্তুষ্ট হয়ে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির অফার করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। আপতত ২০২৬ বিশ্বকাপ পর্যন্তই সেলসাওদের সঙ্গে থাকছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।

চেলসি ও পিএসজির সাবেক কোচ পচেত্তিনো বর্তমানে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে রয়েছেন। ২০২৪ সালে এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ডকে দুই বছরের জন্য চুক্তি করেছে। তার অধীনে ফিফা বিশ্বকাপে অংশ নেবে যুক্তরাষ্ট্র। কিছুদিন পরই ৩৬ দলের অংশগ্রহণে শুরু হবে গ্রেটেস্ট শো অন আর্থ। এরই মধ্যে চাউর হয়েছে পচেত্তিনো যোগ দিতে পারেন ম্যান ইউনাইটেডে। যদিও তাঁর এজেন্ট কিংবা তিনিও এ ব্যাপারে কিছু প্রকাশ্যে আনেননি।

টমাস টুখেল বর্তমানে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অধীনে বিশ্বকাপে অংশ নেবেন হ্যারি কেইনরা। তাঁকে ঘিরে ম্যান ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গেলেও, এ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা বা নিশ্চিত তথ্য সামনে আসেনি। ফলে বিষয়টি আপাতত নিছক রিউমার হিসেবেই বিবেচিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here