বিপিএল খেলতে আসছেন ক্রিস ওকস

0
বিপিএল খেলতে আসছেন ক্রিস ওকস

বিপিএল খেলতে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ক্রিস ওকস। সিলেট টাইটান্সের জার্সিতে দেখা যাবে এই ইংলিশ তারকাকে। এরইমধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। গুঞ্জন ছিল দলটির হয়ে খেলতে আসবেন ক্রিস ওকস। এবার সেই গুঞ্জন সত্যি করে বিপিএল মাতাতে আসছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। ইংল্যান্ডের এই অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেন নিয়মিতই। এবার এই তারকার দেখা মিলবে বিপিএলে।

আইপিএল, বিগ ব্যাশ, আইএলটি-টোয়েন্টির মতো টুর্নামেন্টে খেলা ওকস নিশ্চিতভাবেই সিলেটের শক্তি বাড়াবেন। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন এই ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও।

ইংল্যান্ডের হয়ে ৩৩ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ব্যাট হাতে ১২৫.৬৪ স্ট্রাইক রেটে ১৪৭ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩১ উইকেট। সব টি-টোয়েন্টি মিলিয়ে ১৭০ ম্যাচে ১২৮.৫৫ স্ট্রাইক রেটে ১০৩১ রান করেছেন ওকস। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭৯ উইকেট।

সিলেট টাইটান্সের হয়ে এবারের আসরে খেলছেন ইংলিশ তারকা মঈন আলী। পাশাপাশি বিদেশিদের মধ্যে দলে আছেন আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস, সালমান ইরশাদরা।

বিপিএলের এবারের আসরের সিলেট পর্ব শেষ হতেই প্লে-অফে খেলা নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সিলেট টাইটান্স। সোমবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে তারা। ৯ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনে অবস্থান তাদের। এছাড়াও প্লে-অফে খেলা নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here