বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে দুটি বাস প্রদান করেছে ঢাকা ব্যাংক পিএলসি।
মঙ্গলবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ যানবাহন দুটি হস্তান্তর করা হয়।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ঢাকা ব্যাংক পিএলসি-এর ফাউন্ডার ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর একেএম শাহনেওয়াজ এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিইএমও মো. মোস্তাক আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের সাবেক পরিচালক আলতাফ হোসেন সরকার, আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আবু দাউদ মো. শরিফুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. মহসীনসহ শিক্ষক, চিকিৎসক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কলেজ কর্তৃপক্ষ জানায়, নতুন দুটি যানবাহনের মাধ্যমে শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মীদের পরিবহন সুবিধা বাড়বে। সময়মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হবে।

