সহরায় উৎসব মেতেছে গাইবান্ধার আদিবাসীরা

0
সহরায় উৎসব মেতেছে গাইবান্ধার আদিবাসীরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাট সাঁওতাল পল্লীতে শুরু হয়েছে আদিবাসীদের পাঁচ দিনব্যাপী সহরায় উৎসব।

মঙ্গলাবার (১৩ জানুয়ারি) দিনভর ‘নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্য পবিত্রতা জীবিত রাখব’ এই প্রতিপাদ্য সামনে রেখে রাজাবিরাট মানঝি পরিষদের আয়োজনে সাঁওতালি শারি ধর্ম অনুসারে পালিত হচ্ছে এই প্রাচীন উৎসব। সাঁওতাল পল্লীর ২ শতাধিক পরিবার এ উৎসব পালন করে আসছেন।

সহরায় উৎসব সাঁওতাল জাতিসত্তার অন্যতম বৃহৎ ও তাৎপর্যপূর্ণ উৎসব হিসেবে পরিচিত। সময়ের স্রোতে হারিয়ে যেতে বসা এই বিশ্বাসকে আঁকড়ে ধরেই তাঁরা প্রজন্ম থেকে প্রজন্মে ঐতিহ্য বাঁচিয়ে রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

সহরায় উৎসব পাঁচটি পর্বে পালিত হয়- উম, দাকা, খুন্টাও, জালে ও সাকরাত।

সহরায় উৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়- এটি সাঁওতাল জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সামষ্টিক জীবনের এক জীবন্ত দলিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here