উত্তাল ইরান পরিস্থিতি নিয়ে যা বলল চীন

0
উত্তাল ইরান পরিস্থিতি নিয়ে যা বলল চীন

ইরানের পরিস্থিতি চীন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। সোমবার এক সংবাদ সম্মেলনে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এএফপির এক প্রশ্নের জবাবে মাও নিং বলেন, ইরানের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এ পর্যন্ত দেশে কোনো চীনা নাগরিক নিহত বা আহত হয়েছে এমন কোনো খবর আমাদের কাছে পৌঁছায়নি। আমরা ইরানে থাকা চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম চেষ্টা করব।

তিনি আরও বলেন, আমরা ইরানে থাকা চীনা নাগরিকদের সতর্ক করে দিতে চাই যে, স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করুন এবং নিজেকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন। সাহায্যের প্রয়োজন হলে তারা ইরানে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কনসুলার হটলাইনে ফোন করতে পারেন।

উল্লেখ্য, সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। এরই মধ্যে দেশটির প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ হঠাৎ করেই সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

সূত্র:  চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here