সৌদি লিগ ছেড়ে বার্সায় ফিরছেন ক্যানসেলো

0
সৌদি লিগ ছেড়ে বার্সায় ফিরছেন ক্যানসেলো

পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো আবারও বার্সেলোনার জার্সিতে ফিরতে যাচ্ছেন। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল থেকে ধারে কাতালান জায়ান্টদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৩১ বছর বয়সী এই ফুটবলার সোমবার বার্সেলোনায় তার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করেছেন।

এর আগে ২০২৩-২৪ মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে ধারে বার্সেলোনায় খেলেছিলেন ক্যানসেলো। ওই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪২ ম্যাচে অংশ নিয়ে চার গোল করার পাশাপাশি পাঁচটি অ্যাসিস্টও করেন। বার্সার জার্সিতে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।

বার্সেলোনায় যোগ দেওয়ার আগে ক্যানসেলো ছয় মাসের জন্য জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখেও ধারে খেলেছেন। এরপর তিনি স্থায়ীভাবে ম্যানচেস্টার সিটি ছেড়ে প্রায় ২১ মিলিয়ন ইউরোর বিনিময়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন।

তবে বিশ্বকাপকে সামনে রেখে ইউরোপিয়ান ফুটবলে ফেরার আগ্রহ থেকেই মাত্র এক মৌসুম সৌদি আরবে কাটানোর পরই বার্সেলোনায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্যানসেলো। চলতি মৌসুমে আল হিলালের হয়ে লিগে মাত্র দুটি ম্যাচ খেলেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here