হলিউড অভিনেতা জনি ডেপের সাবেক স্ত্রী আম্বার হার্ড। আমেরিকার এই অভিনেত্রী সম্প্রতি স্পেনে থিতু হওয়ার পরিকল্পনা করছেন। এবার তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি স্থায়ীভাবেই স্পেনে থিতু হতে চান।
ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যায় ‘অ্যাকুয়াম্যান’ তারকা তার মাদ্রিদের বাড়ির বাইরে মেয়েকে নিয়ে বসে আছেন। সেখানে রিপোর্টার তার কাছে জানতে চান, এই শহরে বাস করতে তার কেমন লাগছে? উত্তরে হার্ড বলেন, ‘আমি স্পেনকে খুব ভালোবাসি।’
গত বছর ডেপের করা মানহানি মামলায় হেরে যান হার্ড। এতে তাকে ১০ মিলিয়ন ডলার জরিমানা করে বিচারকরা।
সূত্র: এনডিটিভি