ব্যাট হাতে একের পর এক পঞ্চাশ ছোঁয়া ইনিংস উপহার দিচ্ছেন বেভন জ্যাকবস। এর ফলে স্বীকৃত টি-টোয়েন্টিতে দারুণ এক রেকর্ডে ডেভন কনওয়েকে স্পর্শ করেছেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান।
নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশের চলমান আসরে সোমবার (১২ জানুয়ারি) ৭৮ রান করেন অকল্যান্ডের জ্যাকবস। ওটাগোর বিপক্ষে রান তাড়ায় ৫১ বলের অপরাজিত ইনিংসটি সাজান তিনি ৫ ছক্কা ও ৭ চারে। জ্যাকবসের নৈপুণ্যে ১৬০ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেট হাতে রেখে ও ৮ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় অকল্যান্ড।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এনিয়ে টানা পাঁচ ইনিংসে ফিফটি করলেন ২৩ বছর বয়সী জ্যাকবস। ২০২১ সালে টানা পাঁচ ইনিংসে ফিফটি করেছিলেন কনওয়েও। যার মধ্যে প্রথম চারটি ফিফটি পেয়েছিলেন তিনি সুপার স্ম্যাশে, ওয়েলিংটনের হয়ে ৫০, ৬৯*, ৯১* ও ৯৩*। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৯৯ রানের ইনিংস।
দুর্দান্ত ছন্দে থাকা জ্যাকবসের সামনে কনওয়েকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে। তবে একটি জায়গায় এরই মধ্যে স্বদেশীকে পেছনে ফেলেছেন তিনি। সুপার স্ম্যাশে এখন টানা সবচেয়ে বেশি ইনিংসে ফিফটি করার কীর্তিটি জ্যাকবসের।
নর্দার্ন ডিস্ট্রিক্টের বিপক্ষের ৫৫ রানের ইনিংস খেলে চলতি সুপার স্ম্যাশ শুরু করেন জ্যাকবস। পরের ম্যাচে ওয়েলিংটনের বিপক্ষে খেলেন ৫৪ রানের ইনিংস। ওটাগোর বিপক্ষে ৫৩ রান করার পর ক্যান্টারবুরি ম্যাচে অপরাজিত থাকেন ৮৮ রান করে। এবার ফের ওটাগোর বিপক্ষে পেলেন পঞ্চাশের স্বাদ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৮ ইনিংসে ব্যাটিং করে মোট ৭টি ফিফটি করেছেন জ্যাকবস। ১৫০.১৭ স্ট্রাইক রেটে এই সংস্করণে তার রান ৮৫০।
স্বীকৃত টি-টোয়েন্টিতে টানা সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ডটি ভারতের রিয়ান পারাগের। ২০২৩ সালে সৈয়দ মুশতাক আলি টুর্নামেন্টে টানা ৭ ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছিলেন তিনি। টানা ৬ ইনিংসে ফিফটি করে এই তালিকায় দুইয়ে আফগানিস্তানের সেদিকউল্লাহ আটাল।
পরপর পাঁচ ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছেন ভারতের ভিরেন্দার শেবাগ, জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা ও সিকান্দার রাজা, পাকিস্তানের কামরান আকমল, ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড এবং ইতালির ওয়েন ম্যাডসেন।

