চাঁদপুরের হাজীগঞ্জে পোষা কবুতর বিড়ালের হাত থেকে বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন হাজী মমিন মিজি (৭০)। অসাবধানতাবশত সেই ফাঁদে পড়ে মারা গেলেন তিনি নিজেই ও সেই সঙ্গে তার স্ত্রী নূরজাহান বেগম (৬০)।
শুক্রবার (০২ জুন) সন্ধ্যায় উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে এমন দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করেছি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।