পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৬ পুলিশ নিহত

0
পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৬ পুলিশ নিহত

বোমা বিস্ফোরণে পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার ট্যাংক জেলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দেশটির গোমাল থেকে ট্যাংকের দিকে যাওয়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

একই দিনে দেশটির লাক্কি মারওয়াত জেলার সদর থানার আওতাধীন দারা টাং এলাকায় আরেকটি পৃথক ঘটনায় পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ জানায়, দারা টাং সেতুর কাছে ডিভাইসটি পুঁতে রাখা হয়েছিল। ঘটনার সময় জেলা পুলিশ কর্মকর্তা নিয়মিত টহলে ছিলেন এবং একই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। এর একদিন আগে একই এলাকা থেকে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা এক আইনজীবীকে অপহরণ করেছিল বলে কর্মকর্তারা জানান।

এর আগে রাতভর সন্ত্রাসী হামলা চালানো হয় খাইবার-পাখতুনখোয়ার বান্নু জেলায়। সন্ত্রাসীরা রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ডোমেল থানার আওতাধীন নালা কাশো পুলিশ পোস্টে একাধিক দিক থেকে গুলি চালায়। পুলিশ পাল্টা জবাব দিয়ে হামলা প্রতিহত করে এবং পিছু হটতে বাধ্য করে হামলাকারীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here