কক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (২১) উখিয়া উপজেলার পাতাবড়ি এলাকার নাজির হোসেনের পুত্র।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক সেমাবার সন্ধ্যায় জানান, ১২ জানুয়ারি র্যাব-এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন সদর ইউপির ৮নং ওয়ার্ডের বড় হাবিবপাড়াস্থ হামিদা বেগমের বাড়ির পশ্চিম পাশে টেকনাফ টু শাহপরীর দ্বীপ গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিক্সা চেকপোস্টের সামনে আসলে সিএনজি অটোরিক্সাটি সিগন্যাল দিয়ে থামানো হয় এবং সিএনজি চালক সাইফুল ইসলাম (২১)’কে আটক করা হয়।
পরে তার দেখানো মতে সিএনজি অটোরিক্সাটির পেছন সিটের যাত্রী বসার স্থানের পেছনে ব্যাগ-মালামাল রাখার জায়গা হতে পলিথিন মোড়ানো ১০ (দশ) টি প্যাকেট জব্দ করে। পরে সেখান থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট, বাটন মোবাইল সেট ১টি, এক হাজার টাকা উদ্ধার করা হয়
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

