শুরুতে গোল হজম করলেও এফএ কাপের তৃতীয় রাউন্ডে জিততে কোনও অসুবিধা হলো না আর্সেনালের। পোর্টসমাউথের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়েল মার্তিনেল্লি।
তিন মিনিটে কোলবি বিশপের গোলে এগিয়ে গিয়েছিল পোর্টসমাউথ। তাদেরই আন্দ্রে ডোজ়েলের আত্মঘাতী গোলে ১–১ হয়ে যায় আট মিনিটেই। বিরতির আগে মার্তিনেল্লি প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন, আর্সেনাল জেতে ৪–১।
বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়া ম্যাচে ৬১ শতাংশ সময় বলের দখল রাখে গার্নাররা। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি একাই হ্যাটট্রিক করেন। আর্সেনালের অপর গোলটি করেন আন্দ্রে দোজেল। তবে ম্যাচের শুরুতে চমক দেখিয়েছিল পোর্টসমাউথই। ম্যাচের তৃতীয় মিনিটে বিশপের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু এরপরই আক্রমণের ঢেউ তোলে আর্সেনাল। একের পর এক আক্রমণে ভেঙে পড়ে পোর্টসমাউথের রক্ষণ।

