লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতায় প্রশিক্ষণ নিলেন ৫০ সাংবাদিক

0
লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতায় প্রশিক্ষণ নিলেন ৫০ সাংবাদিক

লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ৫০ জন সাংবাদিক দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলার পরিষদ হল রুমে এ আয়োজন করে। 

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের ৩০ জন ও নোয়াখালীর ২০জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়েছেন। এ সময় প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। এর আগে সকালে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক। 

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, নোয়াখালীর সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খান, প্রশিক্ষক শারমিন রিনভী ও পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here