ইরানে দুই সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভে সামরিক পদক্ষেপের বিষয়ে নিয়ে দুই রিপাবলিকান সিনেটরের প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১১ জানুয়ারি) দুই মার্কিন সিনেটর সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিপরীতমুখী হতে পারে।
দেশব্যাপী বিক্ষোভ অব্যাহত থাকায় দেশটির শাসকগোষ্ঠী দুর্বল হয়ে পড়ার মধ্যে এমন মন্তব্য করেছেন দুই পাবলিক সিনেটর। এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে রিপাবলিকান সিনেটর র্যান্ড পল বলেন, ‘আমি জানি না যে ইরানে বোমা হামলার ফলে, যে প্রভাব পড়ার কথা বলা হয়েছে তা হবে কিনা।’
অন্যদিকে ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক ওয়ার্নার বলেছেন, সামরিক হামলার পরিবর্ত মার্কিন প্রশাসন বৈশ্বিক শক্তিগুলোকে একত্রিত করে ইরানকে দুর্বল করে দিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, সহিংস বিক্ষোভের মুখেও মার্কিন প্রশাসন তেহরানের বিষয়ে কার্যত ব্যবস্থা নিতে পারেনি।
অন্যদিকে আরকে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, এমন পদক্ষেপ নিলে ইরানে চলমান বিক্ষোভ আরও শক্তিশালী হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তির পথ খুলবে।

