‘গ্রিনল্যান্ড দখলের চেষ্টা যুক্তরাষ্ট্রের জন্য বিপদের কারণ হতে পারে’

0
‘গ্রিনল্যান্ড দখলের চেষ্টা যুক্তরাষ্ট্রের জন্য বিপদের কারণ হতে পারে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে নেমে শক্তি প্রয়োগ করে অঞ্চলটি দখল করবেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে দায়িত্বপালন করা সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত লর্ড ম্যান্ডেলসন। তিনি বলেন, ট্রাম্প রাজনৈতিক আলোচনায় সরাসরি কথা বলতে পছন্দ করলেও তিনি ‘মূর্খ নন’, আর তার উপদেষ্টারাও তাকে মনে করিয়ে দেবেন যে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যান্ডেলসন এ কথা বলেন। তার মতে, কৌশলগত গুরুত্ব থাকলেও শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলের পথে হাঁটবেন না ট্রাম্প। ট্রাম্পের কথাবার্তায় তিনি স্পষ্টতা দেখেন, তবে বাস্তবতা বোঝার ক্ষেত্রে তিনি যথেষ্ট সচেতন। তার ভাষায়, গ্রিনল্যান্ড দখলে সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের জন্য তা ‘গুরুতর বিপদের’ কারণ হতে পারে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আধা-স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ডের শাসনব্যবস্থা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা জোরদার হয়েছে। গত শনিবার ট্রাম্প বলেন, রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড ‘নিজেদের মালিকানায়’ নেয়া প্রয়োজন। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড— দুই পক্ষই স্পষ্ট করে জানিয়েছে, অঞ্চলটি বিক্রির জন্য নয়। ডেনমার্ক সতর্ক করে বলেছে, সামরিক পদক্ষেপ নেয়া হলে তা ন্যাটো জোটের অবসান ডেকে আনতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here