হাদি হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল

0
হাদি হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল

কুমিল্লার মুরাদনগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র-জনতা।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে মুরাদনগর ডি.আর. হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাঈজিদ সরকার রুদ্র, জানে আলম ও ইমরান সরকার প্রমুখ। বক্তারা বলেন, হাদি ভাইয়ের মৃত্যুতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। দ্রুত খুনিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে, নতুবা সংশ্লিষ্টদের পদত্যাগ করতে হবে।

বক্তারা আরও বলেন, ভারতীয় আধিপত্য মোকাবিলায় হাদীর মতো আমাদেরও লড়াই চালিয়ে যেতে হবে। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন তাওহীদ আহমেদ তুহিন, তামীম, নেয়ামুল হাসান শিহাব, আশিক আহমেদ, মেরাজ হোসেন মাহি, নাঈম সরকার, সাজ্জাদ খান শান্ত, রাজু আহমেদসহ অসংখ্য ছাত্র-জনতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here