সিডনির বাংলা সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করে নাট্য প্রযোজনা ‘ম্যাজিক ওয়ার্ড’–এর প্রিমিয়ার শো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে Aus Dream Built–এর সৌজন্যে সিডনির মিন্টুস্থ জামিদের বাড়ি রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে এ প্রিমিয়ার শোর আয়োজন করা হয়।
নাটকটি পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা মাজনুন মিজান। চিত্রগ্রহণে ছিলেন শিমুল সিকদার, সম্পাদনায় রমজান এবং চিত্রনাট্য ও রচনায় রহস্য রায়হান।
মানবিক অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের সূক্ষ্ম বাস্তবতাকে শিল্পিতভাবে তুলে ধরেছে ‘ম্যাজিক ওয়ার্ড’। নাটকের কাহিনি ও সংলাপ দর্শকদের গভীরভাবে স্পর্শ করে। বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলোতে দর্শকদের মধ্যে নীরবতা ও সংবেদনশীল প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
নাটকটিতে অভিনয় করেছেন হোসাইন দেলোয়ার, দীপা খন্দকার, মাজনুন মিজান, রূপন্তি আকিদ, মাসুম বাসার, শিল্পী সরকার অপু, নিকোলেৎ, আবেলিয়া জামান, শরিফ প্রমুখ। প্রত্যেক শিল্পীর সাবলীল অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শক ও অতিথিরা নাটকটির নির্মাতা ও শিল্পীদের অভিনন্দন জানান। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেকেই বলেন, এ ধরনের নাট্য আয়োজন প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করে।
আয়োজক প্রতিষ্ঠান Aus Dream Built জানায়, ভবিষ্যতেও তারা প্রবাসী শিল্পীদের নিয়ে মানসম্মত নাটক ও সাংস্কৃতিক আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার পরিকল্পনা করছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

