সিরাজগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকালে শহরের সয়াগোবিন্দ গ্রামে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও মানুষের জন্য কাজ করেছেন। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং তার রুহের মাগফেরাত কামনার জন্য এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের উন্নয়ন ও সংকটকালীন সময়ে দেশের মানুষের কল্যাণে তিনি কাজ করে যাবেন বলেও জানান তিনি।
এসময় শীতবস্ত্র বিতরণের সময় ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

