রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চেচেন বিশেষ বাহিনীর (স্থানীয়ভাবে আখমত নামে পরিচিতি) পূর্ব দোনেৎস্ক অঞ্চলের মারিঙ্কা শহরের কাছে আক্রমণ চালাচ্ছে।
বৃহস্পতিবার আখমত কমান্ডার আলাউদিনভ বলেছেন, তার বাহিনীকে পাল্টা আক্রমণের প্রস্তুতি হিসেবে ‘অন্য এলাকায়’ সরানো হচ্ছে। কিন্তু সেটা কোথায় তা বলেননি তিনি।
তবে গোষ্ঠী দুটো প্রকাশ্যে বিবাদে জড়িয়েছে। বৃহস্পতিবার কাদিরভের ঘনিষ্ঠ সহযোগীদের একজন প্রিগোজিনকে একজন ‘ব্লগার’ হিসাবে উল্লেখ করে বলেন, তিনি শুধু সমস্যার কথা বলেন। সূত্র: আল জাজিরা