প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর মার্কিন প্রশাসনের হস্তক্ষেপকে ‘একতরফা’ দাবি করে ভেনেজুয়েলা ও মেক্সিকোতে চলমান বিক্ষোভ অব্যাহত রয়েছে।এসময় আন্দোলনকারীরা ডোনাল্ড ট্রাম্পের মার্কিন পররাষ্ট্র নীতির কঠোর সমালোচনা করে তা বন্ধের আহ্বান জানিয়েছেন।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া ভেনেজুয়েলা এবং মেক্সিকোতে জনসাধারণের বিক্ষোভের খবর প্রকাশ করেছে। এক সপ্তাহের বেশি সময় ধরে দেশ দুটিতে বিক্ষোভ চলছে। প্রতিবেদনে মার্কিন নীতিকে আক্রমণাত্মক এবং কর্তৃত্ববাদী বলে দাবি করেছে আন্দোলনকারীরা। সেই সাথে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আবাবারও বড় আকারের বিক্ষোভ হেত পারে বলে জানানো হয়েছে।
ভেনেজুয়েলার নাগরিকরা তাদের বিক্ষোভে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ নিন্দা করেছেন এবং তাদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মেক্সিকোর মাটিতে কর্মরত সংগঠিত অপরাধ গোষ্ঠীগুলির বিরুদ্ধে ট্রাম্প একতরফা সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এর প্রতিবেদেনে দেশটির নাগরিকরা রাস্তায় নেমে এসেছেন। তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন।
তবে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ মার্কিন শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের নিন্দা পুনর্ব্যক্ত করেছেন এবং জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।
সূত্র:আল আরাবিয়া।

