টাঙ্গাইলে পরিত্যক্ত খামার থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

0
টাঙ্গাইলে পরিত্যক্ত খামার থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ারে একটি পরিত্যক্ত গরুর খামার থেকে মানুষের মাথার খুলি, একটি পা ও মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দেহাংশগুলো পানিয়াবান্দা গ্রামের বাসিন্দা মো. রাশিদুল ইসলামের বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

রবিবার সকালে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামের রাশিদুল ইসলাম গত ২৬ নভেম্বর অটোরিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে গত ২৪ ডিসেম্বর সদর থানায় অজ্ঞাতনামা হিসেবে একটি মামলা করা হয়।

মামলার রহস্য উদঘাটনের জন্য তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গত ৩ জানুয়ারিতে পানিবান্দা বেলতা গ্রামের দবির উদ্দিনের ছেলে সহিদ হাসানকে গ্রেফতার করে। তার তথ্যের ভিত্তিতে পৌরসভার বেড়াডোমার ঘোনাপাড়া থেকে ভুক্তভোগীর অটোরিকশা উদ্ধার করা হয় হয়। পরবর্তী সময়ে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, গ্রেফতার আসামিদের তথ্যর ভিত্তিতেই বুরবুরিয়া গ্রামের পরিত্যক্ত খামার থেকে মাথার খুলি একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ভুক্তভোগীকে শতভাগ শনাক্তে আলামত ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here