ভারতের ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা

0
ভারতের ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের সিরিজে আম্পায়ারিং করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন।

রবিবার ভাদোদারায় শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থের সঙ্গে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্বে আছেন শরফুদ্দৌলা। মাঠে মূল আম্পায়ারের ভূমিকায় রয়েছেন ভারতের কেএন আনান্থাপাদ্মানাভান।

আইসিসির এলিট প্যানেলের সদস্য শরফুদ্দৌলা ইবনে শহীদ আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ আম্পায়ার হিসেবে পরিচিত। এখন পর্যন্ত তিনি ৩২টি টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজ সিরিজের ব্রিজবেন টেস্টেও মূল আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।

এ ছাড়া ৪৯ বছর বয়সী এই আম্পায়ার ১১৮টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। নারী ক্রিকেটেও তার অভিজ্ঞতা উল্লেখযোগ্য। তিনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৭ ও ২০২১ নারী ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন।

চলমান বিপিএলে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন শরফুদ্দৌলা। গত বৃহস্পতিবার নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচেও আম্পায়ার ছিলেন তিনি। তিন দিন পর আইসিসির ডাকে সাড়া দিয়ে ভারতে যান তিনি।

উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান নিয়েছে। এর আগে আইপিএলের নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে তাকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। পরে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়।

এ ঘটনার পর ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিসিবি আগামী বিশ্বকাপে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি পাঠায়। একই সঙ্গে সরকারের তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার ঘোষণাও দেয়।

এই পরিস্থিতিতে সংকট সমাধানে আজ রবিবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর বৈঠকে বসার কথা রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here