ইরানে কি সত্যিই হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প?

0
ইরানে কি সত্যিই হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প?

অন্য দেশের প্রেসিডেন্টকে বন্দি করে বৈশ্বিক রাজনীতিতে বড় পরিবর্তনের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ইরানের শাসনব্যবস্থা। বিক্ষোভের আগুনে জ্বলতে থাকা ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের রণপরিকল্পনা এখন তুঙ্গে। ইরানের ভেতরে চলমান অস্থিরতাকে বৈশ্বিক রাজনীতির মোক্ষম সুযোগ হিসেবে দেখছে ওয়াশিংটন।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানকে চাপে রাখতে এটিই ট্রাম্পের সবচেয়ে কার্যকর অস্ত্র। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সামরিক অভিযানের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সিরিয়াস। মার্কিন শীর্ষ কর্মকর্তারা তাকে সম্ভাব্য হামলার কৌশল নিয়ে বিস্তারিত ব্রিফ করেছেন। যদিও এখনো চূড়ান্ত সবুজ সংকেত দেওয়া হয়নি, তবে ওয়াশিংটনের অন্দরমহলে যুদ্ধের প্রস্তুতি স্পষ্ট।

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কোথায় এবং কীভাবে হামলা চালানো যেতে পারে সে বিষয়ে একাধিক পরিকল্পনা তৈরি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোও সম্ভাব্য হামলার তালিকায় রয়েছে।

সম্প্রতি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর কঠোরতায় তেহরানের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবারের তীব্র আন্দোলনের পর পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিবিসি ও স্থানীয় চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তরুণদের মাথা ও বুক লক্ষ্য করে সরাসরি গুলি চালানো হয়েছে। এতে হতাহতের সংখ্যা দ্রুত বেড়েছে।

তেহরানের হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। রোগীর চাপ এতটাই বেশি যে অনেক হাসপাতাল ক্রাইসিস মুডে চলে গেছে। চিকিৎসকরা জানান, আহতদের চিকিৎসা দিতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন।

সোর্সঃ নিউইয়র্ক টাইমস, ওয়ালস্ট্রিট জার্নাল, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here