ভিক্টর ওসিমেন ও আকোর আদামসের গোলে আফ্রিকা কাপ অফ নেশন্সের (আফকন) সেমিফাইনালে উঠেছে নাইজেরিয়া। কোয়ার্টার ফাইনালে শনিবার রাতে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে সুপার ঈগলসরা।
শনিবার রাতে মরক্কোর মারাকেশে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল নাইজেরিয়ার দখলে। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। বিরতির ৮ মিনিট আগে দারুণ একটি সুযোগ নষ্ট করেন আকোর আদামস; তাঁর বাঁকানো শট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে যায়।
দ্বিতীয়ার্ধ শুরুর পরই লিড পায় নাইজেরিয়া। ৪৭ মিনিটে ব্রুনো ওনিয়েমেচির বাড়ানো ক্রসে হেডে গোল করেন ওসিমেন। এটি ছিল চলতি টুর্নামেন্টে তার চতুর্থ গোল। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আকোর আদামস। মাঝমাঠে দারুণ আক্রমণ সাজিয়ে ওসিমেনের বাড়ানো বল পেয়ে আলজেরিয়ার গোলকিপার লুকা জিদানেকে কাটিয়ে সহজেই বল জালে পাঠান তিনি।
শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল নাইজেরিয়া। ৮১ মিনিটে ওসিমেনের ক্রসে হেড করেছিলেন আদামস, কিন্তু বল গিয়ে লাগে গোলপোস্টে।
পুরো ম্যাচে আলজেরিয়াকে চাপে রেখেছিল নাইজেরিয়ার রক্ষণভাগ। দলের সবচেয়ে বড় তারকা রিয়াদ মাহরেজও ছিলেন অনেকটাই নিষ্প্রভ। শেষ পর্যন্ত এক ঘণ্টা পর মাঠ ছাড়তে হয় তাঁকে। ম্যাচের আগেই মাহরেজ জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ আফকন।
সেমিফাইনালে বুধবার স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবে নাইজেরিয়া। চতুর্থ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এবার স্বাগতিকদের হারাতে হবে সুপার ঈগলসদের।

