বেলজিয়ামভিত্তিক ইউরোপীয় টি-টোয়েন্টি লিগে (ইইউটি-টোয়েন্টি বেলজিয়াম) নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি ফন ডার ডুসেন। ২০২৬ সালে শুরু হতে যাওয়া এই নতুন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য নিবন্ধন করা প্রথম বড় তারকা তিনি।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ার এক সপ্তাহের মধ্যেই ইউরোপের এই নতুন লিগে খেলার আগ্রহ জানান ফন ডার ডুসেন। ইইউটি-টোয়েন্টি বেলজিয়াম লিগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ২০২৫ সালের অক্টোবরে, আর প্রথম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৬ সালের মে-জুনে। ছয়টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে অ্যান্টওয়ার্প, ব্রুজ, লুভেন, লিয়েজ, গেন্ট ও ব্রাসেলস শহরের প্রতিনিধিরা। লিগটির অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।
বর্তমানে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-টোয়েন্টিতে এমআই কেপটাউনের হয়ে খেলছেন ফন ডার ডুসেন। গত বছরের মেগা নিলামে তাঁকে আবার দলে ফেরায় ফ্র্যাঞ্চাইজিটি। চলতি মৌসুমে পাঁচ ইনিংসে ১৩৮ রান করে তিনি এখন পর্যন্ত সপ্তম সর্বোচ্চ রানসংগ্রাহক। তাঁর স্ট্রাইক রেট ১৩৩.৯৮।
এর আগে ২০২৫-২৬ মৌসুমের সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জেও ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন ডুসেন। ছয় ইনিংসে ২৭৫ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ফন ডার ডুসেনের সবশেষ উপস্থিতি ছিল ২০২৫ সালের আগস্টে, অস্ট্রেলিয়া সফরে। সেখানে দক্ষিণ আফ্রিকার সাদা বলের দলে থেকে তিনটি টি-টোয়েন্টির মধ্যে দুটি ম্যাচ খেলেন তিনি। ওয়ানডেতে তাঁর শেষ ম্যাচ ছিল ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। আর টেস্ট ক্রিকেটে ২০২২ সালের পর আর দেখা যায়নি তাঁকে।
২০২২ সালে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা দুই নম্বরে উঠে এসেছিলেন ফন ডার ডুসেন। সে বছর নয় ম্যাচে ৪৭৬ রান করেন তিনি, গড় ছিল ৭৯.৩৩ এবং স্ট্রাইক রেট ১০০.৪২। ওই মৌসুমে তাঁর ব্যাট থেকে আসে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি।

