অবিশ্বাস্য কিছু করে জিততে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। তবে শেষ পর্যন্ত ড্র করে শেষরক্ষা হয়েছে। চতুর্থ ইনিংসে এদের দরকার ছিল ৪৬১ রান। শেষ দিনে করতে হতো ৪১৪ রান। আর ম্যাচ বাঁচানোর জন্য চাই সারাদিন মাটি কামড়ে মাঠে পড়ে থাকা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে শেষ চার দিনের ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। আর এতে নায়কের ভূমিকায় ছিলেন মাহমুদুল হাসান জয়। অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেছেন তিনি।
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়। দ্বিতীয় ম্যাচটি ৩ উইকেটে জিতে নেয় ক্যারিবীয়রা। ফলে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে জশুয়া ডি সিলভার দল।