আখতার রাফি : আমার স্কুল ক্রীড়া চক্র ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শাহিন এফসি সিরাজগঞ্জকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে পলাশবাড়ী উদয়ন সংঘ।
৩২টি দল নিয়ে শুরু হওয়া এ টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ৩০টি দলকে পেছনে ফেলে ফাইনালে ওঠার গৌরব অর্জন করে পলাশবাড়ী উদয়ন সংঘ ও শাহিন এফসি সিরাজগঞ্জ। ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যেই ছিল জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত সময়ে পলাশবাড়ী উদয়ন সংঘ ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়।
টুর্নামেন্টের প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শাহাদাত হোসেন। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলমাস হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আহ্বান জানান তারা। আশুলিয়ার আলোচিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে প্রায় ১০ হাজার দর্শক উপস্থিত ছিল।

