সমতায় শেষ হলো আর্সেনাল ও লিভারপুলের লড়াই

0
সমতায় শেষ হলো আর্সেনাল ও লিভারপুলের লড়াই

সমতায় শেষ হলো আর্সেনাল ও লিভারপুলের লড়াই। এমরিটেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন‍্য ড্র হয়েছে। টানা পাঁচ জয়ের পর ড্র করল আর্সেনাল। চলতি আসরে দ্বিতীয়বার লিভারপুলের বিপক্ষে পয়েন্ট হারাল তারা। দুই দলের প্রথম দেখায় অ‍্যানফিল্ডে ১-০ হেরেছিল তারা। 

অন‍্যদিকে আসরে টানা তিন ম‍্যাচে ড্র করল লিভারপুল। ম‍্যাচের শুরুতে ঘরের মাঠে বলের দখল ধরে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করে আর্সেনাল। কিন্তু তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।

২৭তম মিনিটে খেলার ধারার বিপরীতে গোল পেয়ে যাচ্ছিল লিভারপুল। উইলিয়াম সালিবার গতিময় ব‍্যাকপাসের জন‍্য প্রস্তুত ছিলেন না আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। তার শট যায় সোজা কনর ব্র‍্যাডলির কাছে। লিভারপুল ডিফেন্ডারের চিপ শট ব‍্যর্থ হয় ক্রসবারে লেগে।

এতে যেন বেশ চোট লাগে আর্সেনালের আত্মবিশ্বাসে। পরের কিছুক্ষণ সময় ম‍্যাচে দাপট দেখায় লিভারপুল। প্রথমার্ধের শেষ দিকে সুযোগ পান ডেক্লান রাইস। ৪৪তম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে তার গতিময় শট ঠেকান লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার।

প্রথমার্ধে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ছয়টি শট নেয় আর্সেনাল, এর দুটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে লিভারপুল তিন শটের কোনোটিই লক্ষ‍্যে রাখতে পারেনি।

দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে যায় লিভারপুল। আক্রমণাত্মক ফুটবলে সুযোগও তৈরি করে তারা। কিন্তু রায়াকে সেভাবে ভাবাতে পারেনি তারা।

৮২তম মিনিটে দমিনিক সোবোসলাইয়ের চমৎকার ফ্রি কিক একটুর জন‍্য লক্ষ‍্যে থাকেনি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে গাব্রিয়েল জেসুসের হেড যায় সোজা আলিসনের গ্লাভসে। দ্বিতীয়ার্ধে এটাই গোলের জন‍্য আর্সেনালের প্রথম শট!

কয়েক সেকেন্ড পর গাব্রিয়েল মার্তিনেল্লির বাঁকানো শট ঝাঁপিয়ে ঠেকান ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।

ম‍্যাচের অন্তিম সময়ে কর্নার পায় আর্সেনাল। জেগে ওঠে স্বাগতিকদের আশা। চলতি মৌসুমে সেট পিসে দারুণ সাফল‍্য পাওয়া দলটি গোলের বেশ কাছেই ছিল। কিন্তু ননি মাদুয়েকের কর্নারে একটুর জন‍্য হেড লক্ষ‍্যে রাখতে পারেনি গাব্রিয়েল মাগালিয়াইস।

২১ ম‍্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৪৩ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ম‍্যানচেস্টার সিটি ও অ‍্যাস্টন ভিলা।

১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here