‘দ্য কেরালা স্টোরি’ ভুল তথ্যের উপস্থাপনা, বিস্ফোরক মন্তব্য ছবির এডিটরের

0

বক্সঅফিসে ২৩২ কোটি রুপির বেশি আয় করা বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে এবার মুখ খুললেন ছবিটির এডিটর বীনা পাল। তার মতে, সিনেমাটিতে ভুল তথ্য উপস্থাপনা করা হয়েছে। বাস্তবের সঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’র গল্পের কোনো মিল নেই।

ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে বীনা পাল বলেন, ‘আমি সত্যি বিরক্ত। কারণ সিনেমাটি নিয়ে যদি কেউ কথা না বলতো তবে সিনেমাটি হারিয়ে যেত। এখন দায়মুক্তির পরিবেশ। আপনি সম্পূর্ণ ভুল তথ্য দিয়েও নিরাপদ থাকতে পারেন। ভুল তথ্যের কারণে প্রযোজক এ সিনেমার ট্রেইলারে পরিবর্তন করেছিলেন। কিন্তু কেউ তো এ নিয়ে কথা বলেননি! সুতরাং আমি মনে করি, দায়মুক্তির এই পরিবেশে সিনেমাটি ভালো করবে।’

এদিকে, ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার ট্রেইলার মুক্তির পরই বিতর্ক গভীরভাবে দানা বাঁধে। অভিযোগ, কেরালা থেকে ৩২ হাজার নারী নিখোঁজ, যারা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। এ সিনেমা মুক্তি পেলে কেরালায় ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট হতে পারে বলে মনে করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এজন্য কেরালা সরকার এবং কংগ্রেসের পক্ষ থেকেও এ রাজ্যে সিনেমা মুক্তি না দেওয়ার আহ্বান জানানো হয়। পরবর্তীতে এটি আদালতে গড়ায়। কিন্তু আদালত এ মামলা খারিজ করে দেন।

বাঙালি পরিচালক সুদীপ্তর দাবি, সিনেমাটিতে কেরালা কিংবা মুসলিমদের বিরুদ্ধে কোনো প্রসঙ্গ নেই। গল্পে শুধু সন্ত্রাসবাদীরা আছেন। তবে বীনা পালের মন্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি এই নির্মাতা। ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি আদানি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here