মুন্সীগঞ্জে হত্যা মামলার তিন পলাতক আসামি গ্রেফতার

0
মুন্সীগঞ্জে হত্যা মামলার তিন পলাতক আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জান্নাত প্রধান (২৮) হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগের দিন বৃহস্পতিবার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের শাহীন রাঢ়ী, তার স্ত্রী তাছলিমা বেগম এবং ছেলে তাজভির।

বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির হোসেন।

পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রাম থেকে জান্নাত প্রধানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী শাহীন রাঢ়ীর মাদকাসক্ত দুই ছেলে তারেক ও রিয়াদ। পরে তাঁরা নৃশংসভাবে কুপিয়ে জান্নাত প্রধানকে হত্যা করেন।

এ ঘটনায় সেদিন রাতেই নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে শাহীন রাঢ়ী, তার তিন ছেলে রিয়াদ রাঢ়ী, তারেক রাঢ়ী ও তাজবীন রাঢ়ী এবং স্ত্রী তাছলিমা বেগমকে আসামি করে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের ২১ দিন পর এজাহারভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here