চীনের বিশেষ দূত লি হুই রাশিয়া-ইউক্রেনের প্রতি যুদ্ধক্ষেত্রে সমরাস্ত্র পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছেন।
যুদ্ধ বন্ধের উদ্যোগ হিসেবে চীন তাদের বিশেষ দূত লি হুইকে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনে সফরে পাঠান। এছাড়া তিনি ইউরোপীয় কয়েকটি দেশেও সফর করেন।
চীনের বিশেষ দূত লি হুই বলেন, চীন বিশ্বাস করে, যদি আমরা সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধ চায়, যদি জীবন বাঁচাতে চায়; তাহলে ফ্রন্টলাইনে সমরাস্ত্র পাঠানো বন্ধ করতে হবে। অন্যথায় উত্তেজনা ক্রমশ বাড়বে।
১২ দিন ইউরোপীয় দেশ এবং ইউক্রেন ও রাশিয়া সফরের পর চীনের এই দূত বলেন, উভয়পক্ষের মধ্যে ব্যাপক গ্যাপ রয়েছে। তার সফরের এখনই ইতিবাচক কোনো ফলফল আনবে না।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনে আরও একটি প্রতিনিধি দল পাঠানোর উদ্যোগ নিয়েছে চীন।