আগামী সপ্তাহে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে আসছেন।স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে সাংবাদিকরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর মাচাদো ট্রাম্পের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে কিনা জানতে চান। ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে কোনো এক সময় মাচাদো আসবে। দেখা করার পর তাকে তাকে শুভেচ্ছা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
আগামী সপ্তাহে ট্রাম্প ও মাচাদোর মধ্যে বৈঠক হলে এটি তাদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক হবে। মাচাদো সম্প্রতি জানিয়েছেন, তিনি গত অক্টোবর মাসের নোবেল শান্তি পুরস্কার জয়ের পর থেকে ট্রাম্পের সঙ্গে কথা বলেননি।
মাচাদো ভেনেজুয়েলার বিরোধীদলীয় আন্দোলনের একটি প্রধান মুখ এবং নোবেল শান্তি পুরস্কার জয়ী নেতা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন।ট্রাম্প এ ঘোষণার সময় আরও বলেন, ভেনেজুয়েলায় প্রচুর পরিমাণ তেল উৎস রয়েছে এবং মার্কিন কোম্পানিগুলো সেখানে বিনিয়োগ করবে এবং দেশটির তেল খাত পুনর্গঠনের কাজ করবে।

