সৌদিতে আলোচনার পর ইয়েমেনের বিদ্রোহী গ্রুপ এসটিসি বিলুপ্তি ঘোষণা

0
সৌদিতে আলোচনার পর ইয়েমেনের বিদ্রোহী গ্রুপ এসটিসি বিলুপ্তি ঘোষণা

দীর্ঘদিনের অস্থিরতা ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) নিজেদের বিলুপ্তির ঘোষণা দিয়েছে। সৌদি আরবে অনুষ্ঠিত আলোচনার পর সংগঠনটির সদস্যরাই এই সিদ্ধান্তের কথা জানান। এই ঘোষণাকে দক্ষিণ ইয়েমেনের সংকট নিরসনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দক্ষিণ ইয়েমেনের অস্থিরতা অবসানের লক্ষ্যে আলোচনা চলছিল। সেই আলোচনায় অংশ নিতে এসটিসির কয়েকজন সদস্য রিয়াদে অবস্থান করছিলেন। আলোচনার পর সংগঠনটি জানায়, তারা নিজেদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে এবং বিলুপ্ত হচ্ছে।

এসটিসি সৌদি আরবের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে। সংগঠনটির ভাষ্য, সৌদি সরকার দক্ষিণাঞ্চলের মানুষের প্রয়োজন বিবেচনায় রেখে যে উদ্যোগ ও সমাধানের প্রস্তাব দিয়েছে, তা ইতিবাচক। তাদের মতে, এই উদ্যোগ শান্তি ফেরাতে সহায়ক হতে পারে।

তবে এই আলোচনায় অংশ নেননি এসটিসির প্রধান নেতা আইদারুস আল-জুবাইদি। তিনি সংযুক্ত আরব আমিরাত–সমর্থিত নেতা হিসেবে পরিচিত। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, আল-জুবাইদি পরিকল্পিত শান্তি আলোচনায় যোগ না দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। অভিযোগ অনুযায়ী, তিনি সোমালিল্যান্ড হয়ে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। সৌদি জোট আরও দাবি করেছে, এ ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত তাকে গোপনে দেশ ছাড়তে সহায়তা করেছে।

এসটিসির এই বিলুপ্তির ঘোষণা দক্ষিণ ইয়েমেনের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন প্রশ্ন ও সম্ভাবনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, সংগঠনটি সরে দাঁড়ালে দক্ষিণাঞ্চলের সহিংসতা কমতে পারে। একই সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে বাস্তবে পরিস্থিতি কতটা স্থিতিশীল হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here